সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:২৬, ২৬ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

ট্রলারে মাছের ড্রামে ২ লাখ ইয়াবা, র‍্যাবের জালে ৫ কারবারি

প্রকাশের সময়: ১৬:২৬, ২৬ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

ট্রলারে মাছের ড্রামে ২ লাখ ইয়াবা, র‍্যাবের জালে ৫ কারবারি

ইয়াবা। ছবি সংগৃহিত

সমুদ্রপথে ইয়াবা নিয়ে চট্টগ্রামে প্রবেশ করার সময় ২ লাখ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, ফিশিং বোটের মাছ রাখার ড্রামে বিশেষ কৌশলে এসব ইয়াবা লুকিয়ে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছিল।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৫টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৫ জন হলেন- মো. কালু (২৩), নুরুল আবছার (৩২), নুরু হাসান (৩৩), মো. মেহের আলী (৩৯) ও আব্দুল হামিদ (৩৭)।

র‍্যাব জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী টেকনাফের শাপলাপুর এলাকা থেকে ফিশিং বোটে করে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সমুদ্রে নজরদারি শুরু করে। পরে ফিশিং বোটটি কক্সবাজার জেলার বদরখালি হয়ে মগনামা ঘাটে এলে র‍্যাবের সদস্যরা বোটটিকে থামিয়ে তল্লাশি শুরু করে।

এ সময় ফিশিং বোটে মাছ রাখার ড্রাম থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে পাঁচজনকে গ্রেফতার করে বোটটি জব্দ করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, আটক মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সমুদ্রপথে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন কাজের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের মত জঘন্য কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

এসএ