বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:৪৯, ২৬ ডিসেম্বর ২০২২

মহানগর ডেস্ক

ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

প্রকাশের সময়: ১৭:৪৯, ২৬ ডিসেম্বর ২০২২

মহানগর ডেস্ক

ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা নেতা  নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বালুখালী ক্যাম্প-১৮/ইস্টে এ হত্যাকাণ্ডের  ঘটনা ঘটে।

মোহাম্মদ হোসেন ওই ক্যাম্পের ব্লক ৮-এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহতের ছোট ভাই নুর হাশেম বলেন, সোমবার সকালে তার ভাই বাড়ির পাশে বসেছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এসএ