বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১০:১৩, ২৩ ডিসেম্বর ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

প্রকাশের সময়: ১০:১৩, ২৩ ডিসেম্বর ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

ফাইল ছবি

ক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে চার রোহিঙ্গা আহত হয়েছেন বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে রোহিঙ্গা ক্যাম্প-৭ এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, মুহাম্মদ আলমের ছেলে মো. সালাম (৩২), আবদুল খালেকের ছেলে মো. শফি (৬৩), আবদুস সামাদের ছেলে মো. শরীফ (৫৫), ইমাম হোসেনের ছেলে মো. নাসের (১৫)। তারা সকলেই ক্যাম্প ৮ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এএসপি ফারুক জানান, মুখে কালো কাপড় বাঁধা একদল দুর্বৃত্ত ক্যাম্প-৭ এর খেলার মাঠ এলাকার খাল পাড় দিয়ে ঢুকে চার  ব্যক্তিকে গুলি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। 

তিনি জানান, আহতদের উখিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান এপিবিএনের এ কর্মকর্তা।

কেডি