
প্রতীকী ছবি
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার রাতে উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলিম উল্লাহ ও মোহাম্মদ জুবায়ের।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, রাতে ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় ৪০ থেকে ৫০ জনের একটি দল। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা সেখানে গেলে, রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কেডি