বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৩:০১, ২৩ অক্টোবর ২০২২

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট !

প্রকাশের সময়: ১৩:০১, ২৩ অক্টোবর ২০২২

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট !

র‌্যাবের হাতে আটক ব্যক্তি

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশি পাসপোর্টসহ মোহাম্মদ শরীফ (৪৩) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। শনিবার রাত ৮ টায় উপজেলার পালংখালী ইউনিয়নের  মরাগাছতলার ডালায় রোহিঙ্গা ক্যাম্প-১১ এর সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা একই ক্যাম্পের ব্লক সি/১২ এর মোহাম্মদ হাশিমের ছেলে।

র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, আটক ব্যক্তির লুঙ্গিতে গুজানো অবস্থায় একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ব্যক্তি বিদেশ গমনের উদ্দেশ্যে মিথ্যা পরিচয়ে এ পাসপোর্ট তৈরি করেছিল। 

তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
 

কেডি