বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৪:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজার প্রতিনিধি

পুলিশ সদস্যকে কোপাল রোহিঙ্গা সন্ত্রাসীরা

প্রকাশের সময়: ১৪:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজার প্রতিনিধি

পুলিশ সদস্যকে কোপাল রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজারের উখিয়ায় শহিদুল নামের এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে কুপিয়েছে ৩/৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটক রোহিঙ্গা সন্ত্রাসীর নাম জানা যায়নি। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বালুখালীর নৌকারমাঠ এলাকার ক্যাম্প-৭ এর ব্লক -ডি ৫ এর  রাস্তার ওপর এ ঘটনা ঘটে। 

আহত এপিবিএন সদস্য বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ.হারুনুর রশিদ বলেন, কনস্টেবল শহিদুল এক রোহিঙ্গার কাছে তার পরিচয় জানতে চায়। পরিচয় জানতে চাওয়ার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই হামলা করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এআই