বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৩:০১, ২৫ আগস্ট ২০২২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে জেলেকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময়: ১৩:০১, ২৫ আগস্ট ২০২২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে জেলেকে পিটিয়ে হত্যা

কক্সবাজারে খুরুশকুলে সীমানা বিরোধ নিয়ে কথা কাটাকাটির জেরে আব্দুল গফুর (৩৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে সদর উপজেলার খুরশকুল ইউনিয়নের পেচার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী তরিকা বেগম বলেন, সাগরে মাছ ধরার উদ্দেশ্য যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্বামীকে পিটিয়ে হত্যা করছে নূর আহমেদ ও তার পরিবারের লোকজন।

নিহতের ভাই শাকের উল্লাহ বহদ্দার বলেন, সকালে বাড়ি থেকে বের হয় মাঝি আবদুল গফুর। পথে বাড়ির সীমানা বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয় প্রতিবেশী নূর আহমেদের সাথে। একপর্যায়ে আব্দুল গফুরকে লাঠি দিয়ে পেছন থেকে আঘাত করে নূর আহমেদ। এসময় গফুর মাটিতে লুটিয়ে পড়লে লাঠি দিয়ে উপর্যুপরি পিটিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। পরে মাঝি গফুরকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদেন্তর জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। হামলাকারদের ধরতে অভিযান চলছে।

এআই