বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৪:৫৪, ১৯ ডিসেম্বর ২০২১

কক্সবাজার প্রতিনিধি

অপহরণের এক বছর পর মিলল রোহিঙ্গা নেতার লাশ

রোহিঙ্গা হত্যা করছে রোহিঙ্গাদের !

প্রকাশের সময়: ০৪:৫৪, ১৯ ডিসেম্বর ২০২১

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা হত্যা করছে রোহিঙ্গাদের !

ঘরের মেঝে খুঁড়ে রোহিঙ্গা নেতার লাশ উদ্ধার করা হয়

চলতি বছরের শুরুতে অপহৃত রোহিঙ্গা মাঝি (সহকারী কমিউনিটি নেতা ) সৈয়দ আমীনের মৃতদেহ প্রায় ১১ মাস পর উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায়  ক্যাম্প-১৪ এর প্রাক্তন মাঝি ইয়াকুবের পরিত্যক্ত ঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। সৈয়দ আমীনের লাশ তার স্ত্রী হাসান বশরী শনাক্ত করে। 

এ ঘটনায় ব্লক রেইড পরিচালনা করে ৩ দুর্বৃত্তকে আটক করা হয়। তারা হল ক্যাম্প-১৪ এর মো. ইসলাম (২২), আব্দুল মোন্নাফ (২৬) ও মো. ইলিয়াস (২৮), 

এপিবিএন ৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। 

এএসপি কামরান বলেন, `এ বছর জানুয়ারি মাসে চাকমারকুল ক্যাম্পের সাবমাঝি সৈয়দ আমীনকে  অপহরণ করে ক্যাম্প-১৪ তে নিয়ে আসে। অপহরণের পর ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করে। পরে ২০-২৫ জন দুষ্কৃতিকারী মিলে সৈয়দ আমীনকে হত্যা করে ক্যাম্পের প্রাক্তন মাঝি ইয়াকুবের পরিত্যক্ত ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে।’
 

কেডি