সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:১৮, ৯ এপ্রিল ২০২৩

বান্দরবান প্রতিনিধি

চোরাকারবারীদের হামলা: নিহত ১, আহত ৪ বিজিবি সদস্য 

প্রকাশের সময়: ১৭:১৮, ৯ এপ্রিল ২০২৩

বান্দরবান প্রতিনিধি

চোরাকারবারীদের হামলা: নিহত ১, আহত ৪ বিজিবি সদস্য 

ছবি প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোনের একটি টহলদলের উপর দফায় দফায় হামলা চালিয়েছে দুষ্কৃতিকারী গরু চোরাকারবারীরা। হামলার ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছেন ৪ বিজিবি সদস্য। 

শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রামু উপজেলার কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি ক্রিস ও ১টি দা উদ্ধার করে বিজিবি।

ঘটনার সময় প্রায় এক ঘন্টা নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে পরিবহণ চলাচল বন্ধ ছিল। 

জানা গেছে, মায়ানমার থেকে চোরাইপথে একটি গরুর চালান নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি পাহাড়ি এলাকা অতিক্রম করে কাউয়ারখোপের দিকে যাচ্ছে এমন খবর পেয়ে ১১ বিজিবির টহলদল চোরাকারবারীদের ধাওয়া করে চোরাই গরু আটক করে। পরে এসব গরু নিয়ে বিজিবি ক্যাম্পে ফেরার পথে কাউয়ারখোপ গোলাইগোনায় পৌঁছালে জনবসতি গ্রামে উৎপেতে থাকা দুষ্কৃতিকারী ও তাদের সংঘবদ্ধ সহযোগীরা বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। এসময় ঘটনাস্থলে বিজিবির ৪ সদস্য গুরুতর আহত হয়। খবর পেয়ে ১১ বিজিবি জোন সদর থেকে বিজিবির অপর একটি দল গিয়ে আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে। 

এসময় বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে কাউয়ারখোপ এলাকার আব্দুল জব্বার প্রকাশ ভুট্টো (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়। পরে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। 

কাউয়ারখোপ ইউনিয়নের মেম্বার আজিজুল হক জানান, এই ঘটনায় পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি সময়ে গরু চোরাচালান নিয়ে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। এই গরু বাণিজ্য নিয়ে এলাকার আইন শৃংখলা অবনতি হচ্ছে। বিজিবির উপর প্রকৃত হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হউক। কোনভাবে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।

১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশীয় প্রাণিজ সম্পদ শিল্প রক্ষার্থে মায়ানমার থেকে অবৈধভাবে গরু চোরাচালানের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন সময়ে নাইক্ষ্যংছড়ি বিজিবি প্রায় ১ হাজার ৩০০ গরু আটক করেছে। এসব গরু নিলামের মাধ্যমে ১৩ কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এসএ