সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২০:০১, ২০ মার্চ ২০২৩

বান্দরবান প্রতিনিধি

রুমায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীসহ ৬ জনের 

প্রকাশের সময়: ২০:০১, ২০ মার্চ ২০২৩

বান্দরবান প্রতিনিধি

রুমায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীসহ ৬ জনের 

ছবি প্রতিনিধি

বান্দরবানের রুমায় ট্রাকের ধাক্কায় ৫ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

সোমবার (২০ মার্চ) দুপুরে রুমা উপজেলার বগালেকের ঢালু নামার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রুমা রেমাক্রি প্রাংশা ইউনিয়নের থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা হামনয় কারবারির দুই মেয়ে লিম ময় বম (৩৭) ও ভারকিম বম (৪২), একই পাড়ার সংখুব বমের মেয়ে লাল সিয়াম বম (১৬), নেমখুব বমের মেয়ে নুন থার ময় বম (৩৭), জিং হোম বম (৫০) ও ট্রাকের শ্রমিক বান্দরবান সদর উপজেলার কুহালং গুংগুরুমুখ পাড়ার বাসিন্দা ক্যজাই খেয়াং এর ছেলে হ্লাগ্যপ্রু খেয়াং। 

আহতরা হলেন- লাল পিয়ান কিম বম, পারকুম বম, লমকিল, পারেংময় বম টিয়াল হাই বম, জিংরাম সিয়াম, জিরনুন ময় বম, লুংপেম বম, লাল খংয়াই বম, লাভলি বম। বাকিদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় জানায়, সোমবার দুপুরে বগালেক থেকে ট্রাকে করে থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার ১৬-১৭ জন বাসিন্দা ভিজিডির চাল নেয়ার জন্য রুমা সদরে আসছিল। আসার পথে বগালেকের ঢালু রাস্তা নামার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এসময় গুরুত্বর আহত হয় আরও ১২ জন। 

ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আরও ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতাল আনা হয়। পরে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বান্দরবান ডেপুটি সিভিল সার্জন ডা. এম এম সালাউদ্দিন বলেন, রুমায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। পরে রুমা হাসপাতালে ২ জন মারা যায়। আহত ১০ জনকে সদর হাসপাতালে আনা হলে গুরুতর ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এসএ