সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২০:৪৪, ১৪ জানুয়ারি ২০২৩

বান্দরবান প্রতিনিধি

চোরাকারবারি জহিরসহ পলাতক ৩ আসামি আটক

প্রকাশের সময়: ২০:৪৪, ১৪ জানুয়ারি ২০২৩

বান্দরবান প্রতিনিধি

চোরাকারবারি জহিরসহ পলাতক ৩ আসামি আটক

সীমান্তে গরু ও মাদক চোরাকারবারি জহির

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে গরু ও মাদক চোরাচালানের মূলহোতা, অর্ধডজন মামলার আসামি জহির উদ্দিনকে আটক হয়েছে। 

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি ও রামুর কচ্ছপিয়া ইউনিয়নের সীমান্তবর্তী মৌলভীরকাটা শাইড়িপাড়ার মাষ্টারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জহির উদ্দিন আশারতলী এলাকার এক জনপ্রতিনিধির সহযোগিতায় দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী, জামছড়ি, কম্বনিয়া সীমান্ত ব্যবহার করে মিয়ানমার থেকে শুল্ক ফাকি দিয়ে বার্মিজ গরুর চোরাচালান নিয়ে আসে।বৃহস্পতিবার চোরাই গরুর একটি চালান আটক করতে গেলে নাইক্ষ্যংছড়ি থানার অপারেশন দলের উপর জহির উদ্দিনের নেতৃত্বে নুর মোহাম্মদ, আবুল মনসুরসহ কিছু উচ্ছৃল নারী-পুরুষ হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে চোরাকারবারিরা পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ ও বিজিবি সীমান্তে অপারেশন জোরদার করে। 

শনিবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিমের নির্দেশনায় ফুলতলী বিওপি ও নাইক্ষ্যংছড়ি থানার যৌথ অপারেশন দলের সদস্যরা অভিযান চালিয়ে জহির উদ্দিনকে পাহাড়ি এলাকা থেকে আটক করে। এরআগে শনিবার সকালে বান্দরবান জেলা শহর থেকে নুর মোহাম্মদ ও আবুল মনসুরকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহার নেতৃত্বে পুলিশের একটি দল। 

স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরু ও মাদক কারবারে পর্দার আড়ালে থেকে অবৈধ কারবার করে আসছে কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। 

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা জানান, আটক জহির পুলিশের ওপর হামলাকারীর মূলহোতা। এছাড়া জহিরের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

এসএ