
মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিষ্ফোরণে আবারো শূন্যরেখার এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও একজন।
রবিবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটলেও রাত ৮টার দিকে বিষয়টি প্রকাশ পায়। ঘটনার পর মাইন বিষ্ফোরণের বিষয়টি গোপন রেখেছিলেন শূন্যরেখার বাসিন্দারা।
বাংলাদেশ সীমান্তের ৩৪-৩৫ নম্বর পিলারের মধ্যবর্তী তুমব্রু কোণাপাড়া এলাকা থেকে দেড় কিলোমিটার মিয়ানমার অভ্যান্তরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ওমর ফারুক (১৫)। সে তুমব্রু শূন্যরেখাস্থ রোহিঙ্গা ক্যাম্প ৩ নং ব্লকের মো. আইয়ুবের ছেলে। এ ঘটনায় আহত মো. সাহাব উল্লাহ (২৮) ১০নং ব্লকের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, রবিবার সকালে ৪-৫জন যুবক মিয়ানমারের অভ্যান্তরে চোরাইপণ্য বহন করে আনার সময় মাইন বিষ্ফোরণ হলে ওমর ফারুকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় সাহাব উল্লাহ। এসময় অন্যরা তাদের উদ্ধার করে শূন্যরেখায় নিয়ে আসলে সেখানে মারা যান ওমর ফারুক।
উল্লেখ্য, গত দুই মাস ধরে মিয়ানমারে উত্তেজনা চলে আসলেও শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে অনেকে সেদেশের বিজিপি ও আরসার সঙ্গে আঁতাত করে মিয়ানমারের ওপারে অবাধ যাতায়াত রয়েছে। বিশেষ করে ওপার থেকে ইয়াবা, সিগারেট, কফি আনার জন্য তাদের বিচরণ।
এসএ