সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১১:২৭, ১৮ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

যেভাবে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন

প্রকাশের সময়: ১১:২৭, ১৮ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

যেভাবে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন

মেসেজ আদান-প্রদানের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুবিধা আছে হোয়াটসঅ্যাপে। কিন্তু কল রেকডিংয়ের সুবিধা দেওয় না হোয়াটসঅ্যাপ। তাই কল রেকর্ডিংয়ের জন্য অনেকেই থার্ড পার্টি অ্যাপসের ওপর ভরসা করেন। এমনই একটি অ্যাপ কিউব এসিআর (Cube ACR)।

গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।  এই ম্যাজিক অ্যাপটির দৌলতেই আপনি হোয়াটসঅ্যাপের সমস্ত কল রেকর্ড করতে পারবেন। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র অ্যানড্রয়েড ব্যবহারকারীরা। আইফোন ব্যবহারকারীদের জন্য এই অ্যপটি ফ্রি নয়। whatsappকিউব এসিআর অ্যাপটি ডাউনলোডের পরে চলে যান ফোনের Settings অপশনে, সেখানে গিয়ে accessibility অপশনটি সিলেক্ট করুন।

এবার App Connector অপশনটি এনেবল করতে হবে অ্যাপটির জন্য। এরপরে দিতে হবে কিছু প্রয়োজনীয় পারমিশনও, ক্লিক করতে হবে allow অপশনে। আর এই কাজটি করার পরেই আরও বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন অ্যাপটির, সেখান থেকে WhatsApp অপশনটি সিলেক্ট করতে হবে আপনাকে।

এর পর থেকে হোয়াটসঅ্যাপে যে কলই আসবে, অটোমেটিক্যালি সব কল রেকর্ড হতে থাকবে আপনার মোবাইলে। আর সেসব সরাসরি সেভ হয়ে যাবে আপনার ফোনে। whatsappতবে ফোন কল রেকর্ড করার আগে, ফোনের অপর পাশে থাকা মানুষটির অনুমতি নিতে ভুলবেন না যেন। 

কেডি

সম্পর্কিত বিষয়: