
প্রতীকী ছবি
ব্যবসা শুরু করতে চান অথচ বুঝতে পারেন না কীভাবে শুরু করবেন। সঠিক পরিকল্পনা প্রণয়ন, ব্যবসা শুরু, বিনিয়োগ, পরিশ্রম, মনোযোগ দিয়ে লেগে থাকা সবকিছু সফলতার চাবিকাঠি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজকের এ লেখা।
নিজেকে পরীক্ষা-নিরীক্ষা
ব্যবসা শুরু করব বলেই শুরুতে সবকিছু করবেন না। ব্যবসা করতে যা প্রয়োজন তা আপনার কাছে আছে কি না নিশ্চিত হোন। আপনার আর্থিক সক্রিয়তা-দুর্বলতা, কী ধরনের কাজ করতে চান, পছন্দ-অপছন্দ, দক্ষতা, বিনিয়োগ করে টিকে থাকার সামর্থ্যরে দিকে শুরুতেই খেয়াল রাখুন। পরিবার খরচ মিটিয়ে পাশাপাশি ব্যবসায় কতটা ব্যয় করতে পারবেন ও কতটা ঝুঁকি নেবেন মাথায় রাখতে হবে। যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, সে সম্পর্কে কতটুকু জানেন, তা নিরীক্ষা করুন। প্রয়োজন হলে প্রশিক্ষণ নিন। না হলে সে ব্যবসায় নামার আগে সে সম্পর্কিত ব্যবসায় চাকরি করে অভিজ্ঞতা নিন।
পরিকল্পনা প্রণয়ন
ব্যবসা শুরুর আগে সিদ্ধান্ত নিন, কী ধরনের, কী নিয়ে বা কীসের ব্যবসা করতে চান। বাছাই প্রক্রিয়ায় থাকাকালীন সে পণ্যে ক্রেতার চাহিদা যাচাই করুন। কীভাবে সাধারণের দোরগোড়ায় পৌঁছাতে পারেন এবং জীবনমান সহজলভ্য করতে পারেন জানুন। কোনো ব্যবসা শুরুর আগে মানুষের প্রয়োজন বোঝা ব্যবসা শুরুর প্রধান ধাপ বলা যায়। কোন এলাকায় কিসের চাহিদা রয়েছে জানুন।
বিনিয়োগ কৌশল
কোনো ব্যবসা বা স্টার্টআপ তৈরি করতে অনেক টাকার প্রয়োজন সত্য নয়। আপনার ব্যবসায় হয়তো প্যানেল এক্সিকিউট ও খরচের তালিকা অনেক বড়। ব্যবসাটি ন্যূনতম কত টাকায় শুরু করা যায় জেনে নিন। অর্থাৎ আপনার বড় বা ছোট পরিকল্পনাকে এমনভাবে করুন যতটা কম খরচে শুরু করা যায়।
সিইও এবং কর্মী আপনিই
ব্যবসা শুরু করতে একদিকে কর্মী নিয়োগ দিতে হবে। অন্যদিকে আপনার বাজেটও কম। সে জন্য ব্যবসা প্রতিষ্ঠানের সিইও থেকে কর্মী সবকিছুই আপনি এমনটা ভাবতে হবে। প্রথম দিন থেকে কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত।
মার্কেটিং করুন
আপনাকে পণ্য বা সেবা (সার্ভিস) পৌঁছে দেওয়ায় দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে। শুরুতে তো অনেকেই প্রতিষ্ঠানের নামও জানে না, কী সেবা নিয়ে এসেছেন তা-ও জানে না; তাহলে ক্রেতারা কীভাবে আপনার সেবা নেবেন। সেজন্য আপনাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য মার্কেটিং-এ পা বাড়াতে হবে। বিভিন্ন উপায়ে মার্কেটিং করতে পারেন। হতে পারে পত্রিকা, টিভি, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন ও নিয়মিত পোস্ট করতে পারেন পেইজে। পণ্যের আপডেট দেওয়ার সঙ্গে ছোট ছোট ভিডিও আপলোড করতে হবে।
কেডি