সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১১:২৩, ১৮ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

গোল্ডেন ভিসার মেয়াদ  বাড়িয়েছে আবুধাবি

প্রকাশের সময়: ১১:২৩, ১৮ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

গোল্ডেন ভিসার মেয়াদ  বাড়িয়েছে আবুধাবি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গোল্ডেন ভিসার বৈধতা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ এ বিষয়টা (সব ক্যাটাগরির জন্য) নিশ্চিত করেছে। মূলত, বিনিয়োগকারীদের এবং উদ্ভাবকদের দীর্ঘমেয়াদী বসবাসের নিশ্চয়তা দিয়ে আবুধাবি গোল্ডেন ভিসা দেওয়া হয়। 

সংযুক্ত আরব আমিরাতের এ শহরটিতে দীর্ঘমেয়াদী বসবাসের বিষয়টি দেখভাল করে আবুধাবি রেসিডেন্টস অফিস। এ অফিসের পরিচালক মার্ক ডরজি বলেন, গোল্ডেন ভিসা এখন দশ বছরের জন্য বৈধ। বিশেষ করে জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে পেশাদার এবং গবেষকদের সুযোগ দেওয়া হচ্ছে। যেমন: ডাক্তার, বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং উদ্ভাবকদের জন্য দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, গোল্ডেন ভিসার ধারকগণ তাদের স্ত্রী/স্বামী, সন্তান এবং পিতামাতাকে বয়স নির্বিশেষে তাদের সঙ্গে থাকার জন্য ব্যবস্থা করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে অন্যান্য সুযোগও দেওয়া হবে। 

এছাড়া আবুধাবি রেসিডেন্টস অফিসের অফিসিয়াল ওয়েবসাইটও নিশ্চিত করেছে যে গোল্ডেন ভিসার মেয়াদ ১০ বছর হবে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সৃজনশীল শিল্প, গবেষণা ও উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষি এবং আর্থিক পরিষেবার মতো উচ্চ-প্রবৃদ্ধিশীল খাত রয়েছে। এ শহরে যারা নতুন করে কাজ শুরু করতে চান তাদের জন্য এবং উদ্যোক্তাদের জন্য একটি অনুকূল পরিবেশ রয়েছে।

এছাড়া আবুধাবি গোল্ডেন ভিসা বিনিয়োগকারীদের এবং উদ্ভাবকদের দীর্ঘমেয়াদী বসবাসের প্রস্তাব দেয়। বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভাবানদের জন্য এ শহরটি বসবাস, কাজ ও বিকাশের সুযোগ দেয়। মূলত, সংযুক্ত আরব আমিরাত সারা বিশ্বের নাগরিকদের আকৃষ্ট করার জন্য চেষ্টা করছে।

এছাড়া গোল্ডেন ভিসাধারীরা ছয় মাসের বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকতে পারবেন। তারা স্বামী-স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের জন্য বসবাসের অনুমতি পাওয়ার অধিকারী।

সূত্র : খালিজ টাইমস

কেডি