সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১১:৩২, ২২ নভেম্বর ২০২২

মহানগর ডেস্ক

ভারতে প্রবেশে করোনানীতি শিথিল

প্রকাশের সময়: ১১:৩২, ২২ নভেম্বর ২০২২

মহানগর ডেস্ক

ভারতে প্রবেশে করোনানীতি শিথিল

ফাইল ছবি

আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য ভারতে প্রবেশে 'এয়ার সুবিধা' ফর্ম পূরণের নিয়ম বাতিল করেছে দেশটির সরকার।ভারতে করোনাভাইরাস শনাক্তের হার উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে সংশোধিত স্বাস্থ্য নীতিমালা কার্যকর করা হয়েছে। নতুন নীতিমালার আওতায় আন্তর্জাতিক যাত্রীরা এই সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া যাত্রীদের নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট ও করোনাভাইরাস টিকা নেওয়ার বিস্তারিত প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতাও বাতিল করা হয়েছে।

ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় আগের নীতিমালাটি চালু করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক যাত্রীদের জন্য সংশোধিত নীতিমালা প্রকাশ করে।

গত সপ্তাহে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানায়, উড়োজাহাজের যাত্রীদের জন্য মাস্ক পরা এখন আর বাধ্যতামূলক নয়। তবে মন্ত্রণালয় আরও জানায়, বাধ্যতামূলক না হলেও সবার উচিত মাস্ক পরে থাকা।

কেডি