সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৫:৩৭, ১০ অক্টোবর ২০২২

মহানগর ডেস্ক

পেনশন পাবেন প্রবাসীরাও

প্রকাশের সময়: ০৫:৩৭, ১০ অক্টোবর ২০২২

মহানগর ডেস্ক

পেনশন পাবেন প্রবাসীরাও

ফাইল ছবি

প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার ভিত্তিতে পেনশন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সম্প্রতি ইতালি সফরে গিয়ে পেনশনের বিষয়টি জানান সচিব।

বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে এবং তাদের সুবিধা-অসুবিধা দেখতে ইতালি সফর করছেন বাংলাদেশের একটি প্রতিনিধিদল। যার নেতৃত্বে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তারা ইতালির নাপলির পালমা কাম্পানিয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে দেখেছেন।

এ সময় প্রবাসীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে অগ্রাধিকার ভিত্তিতে পেনশন দেওয়ার কথা জানান সচিব। প্রবাসীদের বৈধপথে আরও বেশি রেমিট্যান্স দেশে পাঠাতে সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান তিনি।


মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমডি জাহাঙ্গীর কবির এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক উপস্থিত ছিলেন।

কেডি