সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৯:০৭, ২৫ আগস্ট ২০২২

মহানগর ডেস্ক

আজ অমর্ত্যর ২য় মৃত্যুবার্ষিকী

প্রকাশের সময়: ০৯:০৭, ২৫ আগস্ট ২০২২

মহানগর ডেস্ক

আজ অমর্ত্যর ২য় মৃত্যুবার্ষিকী

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) তৌকির তাহসিন বারী অমর্ত্যর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে। 

এ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার গ্রামের বাড়িতে, উন্দালে, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুরের বায়তুর তৌকির অমর্ত্য জামে মসজিদে, গাজীপুরের অমর্ত্য ফাউন্ডেশন গরিবের হেঁসেল-এ কোরানখানি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। 

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমর্ত্য ২০২০ সালের ২৫ আগস্ট মাত্র ২১ বছর মারা যান। সিডনির রুকউড সিমেট্রিতে অমর্ত্যর শেষশয্যা যেন এক খণ্ড বাংলাদেশ। এফিটাফে খোদাই করা আছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। সেখানে অমর্ত্যর নামটি বাংলাও লেখা। 

অমর্ত্যর মৃত্যুর পর থেকে তার পরিবার নিজেদের সব চ্যারিটি কার্যক্রম অমর্ত্য ফাউন্ডেশনের ব্যানারে পরিচালনা করছে। এ ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী গরিব-দুঃখী মানুষদের জন্য চালু করা হয়েছে নানা কার্যক্রম। এর মাঝে গড়া হয়েছে ৪০টি নলকূপ। আগামীতেও চলমান থাকবে এ নলকূপ প্রকল্প। 

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে গড়া হয়েছে স্মৃতির মিনার অমর্ত্য মসজিদ। সেখানে অমর্ত্য পাঠশালা, অমর্ত্য ডাক্তারখানা স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামবাসীদের শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা দেয়া হবে। 

ফাউন্ডেশন সারাদেশের বাচ্চাদের শিক্ষা উপকরণ বিতরণ করে। গত দু’বছর ধরে কোরবানি ঈদে ‘দরিদ্র গ্রামে গরিবের কোরবানি’ শিরোনামে নতুন একটা ধারা চালু করেছে এই ফাউন্ডেশন। এই কোরবানির মাংসের পুরোটা দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিলি করা হয়। 

দরিদ্র মানুষজনের ঘর বানিয়ে দেয়া, ব্যবসার পুঁজির ব্যবস্থা করা, অভাবী পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থায় সহায়তা সংস্থাটির অন্যতম প্রকল্প। ৫০০ টাকায় এক পরিবারের এক সপ্তাহের খাবার দেয়াও একটি উদ্যোগ। 

এছাড়া কিছু দরিদ্র ছাত্র, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী প্রদান করা হয়। ফ্রি খাবার ঘর উন্দাল, অমর্ত্য ফাউন্ডেশন গরিবের হেঁসেলে প্রতিদিন শতাধিক ব্যক্তির খাবারের ব্যবস্থা করা হয়।

অমর্ত্যের পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।

এআই