
ব্যবসায়ীক সহযোগীর কাছ থেকে প্রতারণার শিকার হয়ে আরব আমিরাতে ফেসবুক লাইভে এসে খায়রুল বশর (৫৫) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন।
খায়রুল বশর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নোয়াবাজার এলাকার মৃত বদিউল আলমের সন্তান। তার মূল নাম খায়রুল বশর হলেও ফেইসবুকে তার প্রোফাইল নাম ছিলো কেবি রানা (KB Rana)।
২২ আগস্ট (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টার দিকে তিনি সংযুক্ত আরব আমিরাতের লাকী রাউন্ড নামক এলাকার একটি ভাড়া বাসার কক্ষে লাইভ চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷ লাইভটি প্রায় ১ ঘণ্টা ৫৭ মিনিট সময় ধরে চলমান থাকলেও লাইভ শুরুর ৭ মিনিটের মাথায় আত্মহত্যা করেন তিনি।
এ সময় তিনি তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের জৈনিক রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেন এবং তার দোকান ও টাকা আত্মসাতের অভিযোগ তুলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শোয়াইব সিকদার। তার ঘরে বয়োবৃদ্ধ মা, স্ত্রী, ১৮ বছর বয়সী ১ মেয়ে ও ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
এআই