সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২০:৩৪, ২৫ মে ২০২৩

মহানগর ডেস্ক

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আশীষ বিদ্যার্থী

প্রকাশের সময়: ২০:৩৪, ২৫ মে ২০২৩

মহানগর ডেস্ক

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আশীষ বিদ্যার্থী

আশীষ ও রূপালি।

ষাট বছর বয়সে এসে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতাতেই নিজের দ্বিতীয় বিয়ে সারলেন এ অভিনেতা। পাত্রী রূপালি বড়ুয়া, কলকাতার এক নামী ফ্যাশন হাউজের কর্মকর্তা।

জানা গেছে, ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশীষ ও রূপালি।

অভিনেতা জানান, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।’

এর আগে অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশীষ। তবে সেই বিয়ে টেকেনি।

১৯৮৬ সালে অভিনয়শুরু করেন আশীষ বিদ্যার্থী। গত চার দশকে ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

এসএ