
গতকাল থেকে কাতারে শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বা ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। এ নিয়ে বাংলাদেশও মেতেছে। পিছিয়ে নেই দেশের শোবিজ তারকারাও। ফুটবল বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে দিতে তৈরি হয়েছে কয়েকটি নাটকও।
এগুলোর মধ্যে একটি জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলরস ফুটবল’। তার জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকারা এতে ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন।
যেখানে ব্রাজিলের নেতৃত্বে আছেন জিয়াউল হক পলাশ আর আর্জেন্টিনার নেতৃত্বে মিশু সাব্বির।
অমি জানান, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে সবচেয়ে আলোচনায় থাকা দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবেই হাসির এই নাটকটি নির্মাণ করেছেন তিনি। যেখানে তুলে ধরা হবে এই দুই দলকে ঘিরে ভক্তদের মজার সব কাণ্ড।
সোমবার (২১ নভেম্বর) রাত ৯টায় ইউটিউবে ধ্রুব টিভি চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।
তবে এরইমধ্যে নাকটির একটি কপি ভার্সন ইউটিউবে চলে এলেও সেটি এড়িয়ে যেতে ভক্তদের আহ্বান জানিয়েছেন অমি।
এ প্রসঙ্গে অমি বলেন, যারা টিভি থেকে রেকর্ডেড কপি ও ক্লিপ বিভিন্ন ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপলোড করেছেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। খুব শিগগিরই সেসব চ্যানেল, ফেসবুক পেজগুলো বন্ধ হয়ে যাবে। এছাড়া সেসব ফেক চ্যানেল ও ফেসবুক পেজগুলো যারা পরিচালনা করেন আমরা তাদের বিরুদ্ধেও আইনগত ব্যাবস্থা নিচ্ছি।
এআই