বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১১:১৪, ১৫ জানুয়ারি ২০২৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে একদিনে তিন খুন

প্রকাশের সময়: ১১:১৪, ১৫ জানুয়ারি ২০২৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে একদিনে তিন খুন

চট্টগ্রামে পৃথক স্থানে তিন খুনের ঘটনা ঘটেছে। নগরে এক গৃহবধূকে গলাকেটে, বান্দরবানে বাসা থেকে ডেকে নিয়ে ও বাঁশখালীতে কথাকাটির জেরে এক ব্যক্তি খুন করা হয়েছে।

চট্টগ্রাম নগর

নগরে রাবেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার স্বামী মো. জামিলের (৩০) বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার পরপর স্বামী পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সন্ধ্যায় হালিশহরের শিশু পল্লীর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার আব্দুল মালেকের বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া দুই সন্তানের জননী। তার বাবার বাড়ি হাটহাজারী উপজেলায়। তার স্বামী মো. জামিলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন। 

বান্দরবান

বান্দরবানে মংলুমাং মারমা (৪২) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের উনিহ্লা হেডম্যান পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ জানুয়ারি বুধবার দুপুরে বান্দরবান শহরের কালাঘাটার বাসা থেকে অজ্ঞাত এক ব্যক্তি জায়গা দেখানোর কথা বলে মংলুমাং মারমাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি।

পরে শনিবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের কালাঘাটা উনিহ্লা হেডম্যান পাড়ার সামাতং পাহাড় এলাকায় কয়েকজন লোক রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় তার শরীরের মাথায় ও বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায় বলে জানায় পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, মংলুমাং মারমা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। 

বাঁশখালী

চট্টগ্রামের বাঁশখালীতে রিকশা চালকের গাড়িতে ওঠা নিয়ে কথা কাটাকাটির জের ধরে দায়ের কোপে রিকশা চালক মো. কোরবান আলী (৩০) নামে একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করে। এ ঘটনায় গুরুতর আহত অন্তত আরো দু'জন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের অবস্থা আশংকাজনক।

শনিবার বিকেল ৫টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ আদর্শগ্রাম ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাঁশখালী ইকোপার্ক সড়ক স্থানীয় আপু মিয়ার চা দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানা পুলিশের ওসি তদন্ত সুমন চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোরবান আলী নামে একজন রিকশাচালক চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে অভিযান চলছে।

প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছে বাঁশখালী ও বান্দরবান প্রতিনিধি।
 

কেডি

সম্পর্কিত বিষয়: