বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৪:১২, ২৩ ডিসেম্বর ২০২২

মহানগর ডেস্ক

চট্টগ্রাম কারাগারে দগ্ধ বন্দির মৃত্যু

প্রকাশের সময়: ১৪:১২, ২৩ ডিসেম্বর ২০২২

মহানগর ডেস্ক

চট্টগ্রাম কারাগারে দগ্ধ বন্দির মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দগ্ধ বন্দি জাহাঙ্গীর আলম (২৫) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বন্দিদের জন্য রান্না করা গরম সেমাই গায়ে পড়লে দগ্ধ হন জাহাঙ্গীর। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য ১৮ ডিসেম্বর ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

কারাগার সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের বাড়ি কক্সবাজারের টেকনাফে। তার বাবার নাম ফরিদ আলম। টেকনাফ থানার একটি মাদক মামলায় তার সাজা হয়। পরে তাকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
 

কেডি