সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৮:২১, ৫ মার্চ ২০২২

ডালিয়া নাহার

সপ্তস্বরী ইমন

প্রকাশের সময়: ০৮:২১, ৫ মার্চ ২০২২

ডালিয়া নাহার

সপ্তস্বরী ইমন

হিমেল হাওয়ায় নির্জনে একাকি বসে
নীল দিগন্তের ছবি আঁকছিলাম
সাঁঝের শান্ত বিম্বিত জলে।
জমিয়ে গল্প নদীর সাথে
আকাশে তারার উত্তরীয় কাঁপে।
জলে জ্যোৎস্নায় একাকার
অজস্র ধারায় বালুকাবেলায়।

আলো ছায়ায় স্বপ্নেরা বেঁচে থাক।
কবিতায় হয়নাকো ছন্দপতন
খরস্রোতা পাহাড়ি ঢলে
কিংবা চৈত্রের দাবদাহে।

ঘোর লাগা বিষাদের নীল
ভেসে যায় ঢেউয়ের তালে
ঝংকারে অনুরণন 
সুর লহরী তোলে
সপ্তস্বরী ইমন রাগে।

এআই