
কত যে ছড়া লিখে যাই শুধু
ভাষার মাসটা এলে,
মনের ভেতরে বাংলা ভাষার
ছন্দটা যায় খেলে।
কৃষ্ণচুড়ার রক্তে ভেজা
থোকা থোকা ফুলগুলি,
ফাগুন এসেছে আগুন ছড়াতে
আমরা কি আজও ভুলি।
শহীদ মিনার তখন সাজে
বর্ণমালা দিয়ে,
শ্রদ্ধা জানাই মাথা নত করে
লাল লাল ফুল নিয়ে।
আমার ভাষাকে আমরা এনেছি
হৃদয়ের মাঝে সুখ,
নতুন করে শপথ নিতে
গর্বে ভরে বুক।
এআই