
ক’টা দিন হারিয়ে যাবো দূরে কোথাও
যেথায় আছে মেঘের কোলে মাথা রেখে
একটা পাহাড়
মাথা তুলে দাঁড়িয়ে থাকার একটুও নেই
অহং যাহার
ক’টা দিন হারিয়ে যাবো পাহাড় ঘেঁষে
সবুজ ঘাসের আচ্ছাদনে পথ যেখানে
স্তব্ধ নীরব
নেই মানুষের আনাগোনা সামনে বিলে
সব সাদাবক
ক’টা দিন হারিয়ে যাবো বিলের পরে
দেখবো যেথায় মন জুড়ানো একটি ছবি
সবুজ গাঁয়ের
পড়বে চোখে রোদে দেয়া শাড়ির আঁচল
আমার মায়ের
ক’টা দিন হারিয়ে যাবো দূরে কোথাও
যেখানে কেউ রবে না থাকবে শুধু একটা
শীতল নদী
যে নদীতে যায় বয়ে যায় ঢেউ কলতান
নিত্য-নিরবধি
ক’টা দিন হারিয়ে যাবো শহর ছেড়ে
অনেক দূরে আমার আপন সবুজ ঘেরা
গাঁয়ের কাছে
যেখানে কেউ না থাকুক, যে আমার এক পৃথিবী; মা যে আছে।
এআই