সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৫:২৩, ২৭ জানুয়ারি ২০২২

সুমন চৌধুরী বিকু

জলের স্বাধীনতা 

প্রকাশের সময়: ১৫:২৩, ২৭ জানুয়ারি ২০২২

সুমন চৌধুরী বিকু

জলের স্বাধীনতা 

পুকুর জলে একটা ঢিলে ঢেউয়ের দোলা এপার ওপার
ওপার এপার দূরের কথা পুকুরই নেই সেখানে আর

কোথায় যেন হারিয়ে গেল জলের স্বাধীনতা!

শীতের ভোরে ঘাটে বসে অপেক্ষা সেই জলে নামার
পিঠ তাঁতিয়ে মিষ্টি রোদে নামবো বলে একটু থামার
ক্ষণগুলোকে হাতড়ে খুঁজি, ডুব সাঁতারে খুঁজতে তল
সেই যে নামা জলের নিচে মাথার ওপর অথৈ জল

কোথায় যেন হারিয়ে গেল জলের স্বাধীনতা! 

ভরদুপুরে নেতিয়েপড়া বটের ডালের শান্ত ছায়ায়
মিষ্টি হাওয়ায় ছড়িয়ে পড়া জলের গায়ে স্নিগ্ধ মায়ায়
আর দেখি না আর দেখি না লেজ নাড়ানো মাছের ঘাই।
জলবিছুটির দল সরিয়ে বানিয়ে নিতাম জলের ভাগ
বড়শি পেতে স্বচ্ছজলে আসবে বলে মাছের ঝাঁক
সেখানে এক পুকুর ছিল জল ছিল তার আজকে নাই!
বয়েসী এক বটের আবাস ছড়িয়ে শেকড় পাড় জুড়ে
ক্লান্ত পথিক জিরিয়ে নিতো ঘাম ভেজা গা মাঠ ঘুরে
কলসী কাঁখে গ্রাম কিশোরী জল নাচাতো আলতা পায়
বাজিয়ে নূপুর পথ ভিজিয়ে কোন কিশোরের মন রাঙায়

কোথায় যেন হারিয়ে গেল জলের স্বাধীনতা!

চারপাশে চার পাড় ছিল আর ছিলো যে তার সবুজ ঘাস
পাড় মিশেছে জল মিশেছে কিছুই খুঁজে পাই না আজ

কোথায় যেন হারিয়ে গেল জলের স্বাধীনতা!

এআই