একাত্তরের রণাঙ্গন কাঁপানো কিশোরযোদ্ধার গল্প—পর্ব ৬
আজ জানবো নারায়ণগঞ্জ গোদনাইলের সাহসী কিশোর এহসান কবির রমজানের যুদ্ধজয়ের কাহিনী। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে পাকসেনারা পাগলা কুকুরের মত আচরণ শুরু করে। নির্বিচারে মানুষ হত্যা, বাড়িঘর জ্বালাও পোড়াও যজ্ঞে মেতেছে।